ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা গিয়াস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, মে ২৩, ২০২৫
দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা গিয়াস গিয়াস উদ্দিন

চট্টগ্রাম: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওই সময় তার সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াসও ছিলেন।  

গ্রেপ্তার গিয়াস চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বাংলানিউজকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ থানায় চারটি মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে মীরসরাই থানায় আনা হচ্ছে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।