ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী ও রাউজানে প্রাণ গেল দুই গৃহবধূর 

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, মে ২৫, ২০২৫
হাটহাজারী ও রাউজানে প্রাণ গেল দুই গৃহবধূর  ...

চট্টগ্রাম: হাটহাজারী ও রাউজানে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ি এলাকা থেকে রাশেদা আক্তার বাচু (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা।

তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, ওই গৃহবধূর মাথায় জখমের চিহ্ন দেখা গেছে। তার স্বামী সিএনজি অটোরিকশা চালক গুরা মিয়াকে আটক করা হয়েছে।  

এদিকে রাউজানের চিকদাইর ইউনিয়নের সন্দ্বীপপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়ি থেকে রাশেদা বেগম (৪০) নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় শনিবার (২৪ মে) বিকাল তিনটার দিকে। তিনি ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের স্ত্রী।

রাশেদা বেগমের বাড়ি সন্দ্বীপ উপজেলার মুসাপুর গ্রামে। বাবার নাম মোস্তাফা কামাল। তার দুই ছেলে।  

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মরদেহে আঘাতের কোনও চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।