ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিজাইনে বৈচিত্র্য না আনলে পোশাক খাত পিছিয়ে যাবে: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, মে ২৬, ২০২৫
ডিজাইনে বৈচিত্র্য না আনলে পোশাক খাত পিছিয়ে যাবে: মেয়র শাহাদাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চসিক মেয়র

চট্টগ্রাম: ডিজাইনে বৈচিত্র্য না আনতে পারলে বাংলাদেশের পোশাক খাত পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৬ মে) সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আমাদের পোশাক শিল্পে আধুনিক ও সৃজনশীল ফ্যাশন ডিজাইনের বিকল্প নেই। বর্তমান বিশ্বে পোশাক খাত কেবল উৎপাদননির্ভর নয়, এটি নান্দনিকতা ও বৈচিত্র্যের ওপরও নির্ভর করে।

তোমাদের ডিজাইন হতে হবে আন্তর্জাতিক মানের—যা শুধু রপ্তানি বাড়াবে না, কর্মসংস্থানও সৃষ্টি করবে। এমন নতুনত্ব আনতে হবে, যা বিশ্ববাজারে আমাদের ব্র্যান্ড হিসেবে পরিচিত করবে।

৩০ বছর আগে আমি ভারতের বেঙ্গালুরুতে পড়তে গিয়ে এই বিভাগের গুরুত্ব ও সম্ভাবনা উপলব্ধি করি। আজ তোমরা বাংলাদেশেই এমন বিভাগে পড়ার সুযোগ পাচ্ছো—এটি সৌভাগ্যের। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না, ভালোভাবে পড়াশোনা করে এমন ডিজাইন তৈরি করতে হবে যা দেশ-বিদেশে তাক লাগিয়ে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির, কেডিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেলিম রহমান, হালদা গ্রুপের চেয়ারম্যান সারওয়ার আলমগীর, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আমেরিকান কর্নার-চট্টগ্রামের সাদাত জামান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল লয়ার মো. রেজাউল করিম রণি, বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও শ্রেয়া বুটিকের ফ্যাশন ডিজাইনার মনিদিপা দাশ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ।

এসএম নছরুল কদির বলেন, ফ্যাশন ডিজাইন হচ্ছে একটি আধুনিক শিল্পমাধ্যম। এই মাধ্যমে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এটা এমন একটা মাধ্যম, যা কোলাবরেশন ছাড়া এগুতে পারে না। সেজন্য দেশের গার্মেন্টস শিল্পগোষ্ঠীগুলোর সহযোগিতা অপরিহার্য। প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ নতুন হলেও, এটা এমন একটা বিভাগ, যেটা গার্মেন্টস শিল্পজগতে আলোড়ন সৃষ্টি করতে পারে। এই বিভাগ এখনও শিশু বটে, কিন্তু একদিন অনেক বড় হবে। ফ্যাশন ডিজাইন ও মার্কেটের জগতে নেতৃত্ব দেবে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।