ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দেয়াল ধসে কিশোরের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, জুলাই ২, ২০২৫
দেয়াল ধসে কিশোরের মৃত্যু  ...

চট্টগ্রাম: রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেয়াল ধ্সে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ সুফি জান মোহাম্মদ শাহ (রহ.) এর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা ও রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের একটি কলোনিতে বসবাসকারী আবদুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে শিশু কিশোরেরা খেলার সময় স্থানীয় রাশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন জায়গার ঝুঁকিপূর্ণ সীমানা প্রচীরের দেয়াল ভেঙে এক কিশোর চাপা পড়ে।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেয়াল ধসে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।