ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে বিক্রি করতো ওরা ৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, জুলাই ১০, ২০২৫
সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে বিক্রি করতো ওরা ৪ জন ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর সর্দার (৩৮), রুবেল সর্দার (৩৪), মো.শাহাদাত হোসেন রিপন (৩৬) ও  মো.জাফর (৪৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।  

তাদের দেয়া তথ্যমতে নগরের মধ্যম মোহরা এলাকার কাশেম কলোনির একটি টিনশেড ভাড়া বাসা থেকে ৩টি ট্রাভেল ব্যাগ ও ১টি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ কৌশলে রাখা ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসার কথা জানায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।