চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৭২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে কম।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ১ হাজার ১৬৪ স্কুলের ১ লাখ ৪১ হাজার ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।
সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ড কর্মকর্তারা বলছেন, জুলাই আগস্টের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হয়। এবার খাতা মনিটরিং করার ক্ষেত্রেও কঠোরতা অবলম্বন করা হয়েছে। কোয়ানটিটির চেয়ে কোয়ালিটির প্রাধান্য দেওয়া হয়েছে। তাই রেজাল্টে অকৃতকার্যের সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বেড়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, বর্তমান সরকার আমাদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা শিক্ষা ব্যবস্থার সঠিক চিত্রটা তুলে আনি। আমরা এবার সে কাজটিই করেছি৷ খাতা খুব গুরুত্ব দিয়ে মনিটরিং করা হয়েছে। যাতে কোন ত্রুটি-বিচ্যুতি না থাকে।
এবারের এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও গতবছরগুলোর তুলনায় অনেক বেশি। এ বছর এক বিষয়ে ২৪ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যা গতবছর ছিল ১৭ হাজার ৭৭০ জন। ২০২৩ সালে ২২ হাজার ৩৯৬ জন, ২০২১ সালে ১৪ হাজার ১৯৪ জন এবং ২০২১ সালে ১২ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়।
পাসের হারেও ধস:
অন্যান্য বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হারেও ধস নেমেছে। এ বছর ৭২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। যেটি ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ, ২০২২ সালে ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ এবং ২০২১ সালে ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাস করে। এবছর ছাত্রী পাসের হার ছিল ৭২ দশমিক ১৯ শতাংশ। যা গত চার বছরের চেয়ে সবচেয়ে কম। একইভাবে ছাত্র পাসের হারেও বিপর্যয় ঘটেছে। এবছর ছাত্র পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ। যা গত চার বছরের মধ্যে সব চেয়ে কম।
বিই/পিডি/টিসি