ঢাকা, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নালায় পড়ে শিশুর মৃত্যু, মেয়রের তীর কারখানার দিকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জুলাই ১১, ২০২৫
নালায় পড়ে শিশুর মৃত্যু, মেয়রের তীর কারখানার দিকে ...

চট্টগ্রাম: নগরের হালিশহরে নালায় পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ দাবির পর মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগের তীর ছুড়লেন স্থানীয় পোশাক কারখানার দিকে। আবাসিক এলাকায় গড়ে তোলা ওই কারখানার নিয়ন্ত্রণাধীন ছিল নালাটি।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, এ দুর্ঘটনা তদন্তে চট্টগ্রাম সিটি করপোরেশন কমিটি গঠন করেছে এবং দুর্ঘটনার সাথে সাথে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ দুর্ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দুর্ঘটনাস্থল একটি আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও সেখানে কীভাবে একটি গার্মেন্টস কারখানা স্থাপিত হয়েছে তা জানতে চিঠি দেওয়া হবে।

এ ছাড়া আবাসিক এলাকায় গার্মেন্টস কারখানা পরিচালনা করায় গার্মেন্টস মালিক পক্ষের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের আইন শাখার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মেয়র বলেন, ওই নালাটি একটি বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠানের সীমানায় অবস্থিত এবং গার্মেন্টস কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে বেসরকারি গার্মেন্টস কর্তৃপক্ষ আবাসিক এলাকায় গার্মেন্টসের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ঘটনার স্থানটি ঝুঁকিপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট বেসরকারি কর্তৃপক্ষ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে।  

শিশুটির মা ওই গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা বা পরিবারও তাদের সন্তানের নিরাপত্তার বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করেনি যা দুঃখজনক  ঘটনাটির জন্ম দিয়েছে। নালাটির ব্যাস মাত্র ১৪ ইঞ্চি। এত ক্ষুদ্র আকারের নালাগুলো সাধারণত উন্মুক্তই থাকে। ঘটনাস্থলের আশপাশের বড় নালাগুলো যথারীতি সুরক্ষিত ছিল। নালার বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো ধরনের অবহেলা বা গাফিলতি  ছিল না।

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, সব নাগরিকের প্রতি দায়বদ্ধ হলেও বেসরকারি মালিকানাধীন স্থানে সংঘটিত প্রতিটি ঘটনার কিংবা বাবা-মায়ের অসতর্কতার কারণে সংঘটিত প্রতিটি ঘটনার পূর্ণ দায়ভার করপোরেশনের ওপর বর্তানো আইনগত ও নীতিগতভাবে সঠিক নয়। হীন উদ্দেশ্যে শুধু আত্মপ্রচারের জন্য কোনো ধরনের গাফিলতি না থাকা সত্ত্বেও চট্টগ্রাম সিটি করপোরেশনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন আইনের সীমারেখার মধ্যে নাগরিক সেবা প্রদান করে চলেছে এবং এই ঘটনা নিয়ে যেকোনো আইনগত কার্যক্রমে যথাযথ জবাব দেবে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।