চট্টগ্রাম: মহানগর বিএনপির উদ্যোগে নগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে মহানগর কৃষক দলের সহযোগিতায় জিয়া জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. নাজিমুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর, সদস্য সচিব মো. সাবের হোসেন টারজেন, যুগ্ম আহ্বায়ক মোশাররফ উদ্দিন খালেদ, মো. জসিম, মো. সেকান্দর প্রমুখ।
পিডি/টিসি
।