চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাউদ্দিন নামে এক শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার মামলায় মো. ইকবালকে আমৃত্যু, তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার ও সহযোগী মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.আবদুর রহমানের আদালত এই রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকা থেকে ২০১৭ সালের ২২ মার্চ একটি ভাড়া বাসার টয়লেট থেকে হাত–পা বাঁধা অবস্থায় চবি বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা শাহ আলম বাদী হয়ে থানায় মামলা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর মাইনুল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আলাউদ্দিন হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. ইকবালকে আমৃত্যু কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড, তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড এবং ইকবালের সহযোগী মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে ।
এমআই/পিডি/টিসি