ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, আগস্ট ১৭, ২০২৫
চট্টগ্রামে ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ ...

চট্টগ্রাম: মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার প্রতিবাদে ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ফ্যাসিস্টবিরোধী ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে বিভিন্নজনের ছবি সম্বলিত বড় আকারের একটি ব্যানার রেখে জুতা নিক্ষেপ করে শ’খানেক লোক।

ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, অভিনেত্রী শম্পা রেজা, চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শিল্পী রাহুল আনন্দ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ডা. আব্দুন নূর তুষার, অভিনেতা সাজু খাদেম, কচি খন্দকার, শরাফ আহমেদ জীবন, আর্টসেলের জর্জ লিংকন ডি কস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, সাংবাদিক জ ই মামুন, আনিস আলমগীর ও সাহেদ আলমের ছবির সঙ্গে জুতার ছবিও দেখা গেছে।

এসময় সেখানে আয়োজকদের কয়েকজন বক্তব্য দেন।

তারা ব্যানারে জুতা নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন। উৎসুক পথচারীরা সেখানে ভিড় জমান।

কর্মসূচির আয়োজক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার সাংবাদিকদের বলেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আওয়ামীপন্থী কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী ফ্যাসিজমকে নরমাইলাইজ করছে। তারা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এতে ক্ষুব্ধ হয়ে গণঅভ্যুত্থানের পক্ষের ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করেছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।