চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হরিণাদীঘির দোকান সড়কসহ আশপাশের সড়কগুলো প্রায় ১৫ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। বর্ষায় খানাখন্দ আর কাদাপানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
শনিবার (৩০ আগস্ট) স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নিজ উদ্যোগে ইট-বালি দিয়ে সড়ক সংস্কারের কাজ শুরু করেন। অস্থায়ীভাবে খানাখন্দ ভরাট করে চলাচলের পথ সুগম করা হচ্ছে।
এ প্রসঙ্গে ওয়ার্ড জামায়াত সভাপতি বেলাল উদ্দিন সিকদার বলেন, রাজনৈতিক কারণে প্রশাসনের পক্ষ থেকে সড়ক সংস্কার হয়নি। তাই নিজেদের উদ্যোগে আমরা কাজ শুরু করেছি।
শিবির সভাপতি সম্রাট আকবর জানান, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য এ উদ্যোগকে স্বাগত জানাই, তবে পূর্ণাঙ্গ সংস্কার জরুরি।
স্থানীয় ব্যবসায়ী আনোয়ারুল আজিম বলেন, খারাপ সড়কের কারণে ব্যবসায়ীরা ভোগান্তিতে ছিলেন, অস্থায়ী সংস্কারে কিছুটা স্বস্তি এসেছে, তবে স্থায়ী সমাধান দরকার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, হরিণাদীঘি সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।
পিডি/টিসি