ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, সেপ্টেম্বর ১১, ২০২৫
চবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা শুক্রবার ...

চট্টগ্রাম: প্রিয় ক্যাম্পাসের স্মৃতি ফিরিয়ে আনতে আবারও একত্র হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী অনুষ্ঠান।

 

দুপুর আড়াইটায় শুরু হয়ে মিলনমেলার আনুষ্ঠানিকতা চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। এতে বিভিন্ন ব্যাচের চার হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের।

আয়োজক কমিটি জানিয়েছে, পুনর্মিলনী আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে। রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবেন। প্রবেশের সময় আমন্ত্রণপত্র ও রিবন প্রদর্শন করতে হবে। পাশাপাশি আমন্ত্রণপত্রে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী বিকেল ৩টায় উদ্বোধনের মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর থাকবে উপস্থাপকদের পরিচিতি, কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও উদ্বোধনী নৃত্য। বিকেল ও সন্ধ্যায় তিন পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠিত হবে। এরপর জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে।

রাতের পর্বে থাকছে প্রীতিভোজ, ব্যান্ড সংগীত, র‌্যাফেল ড্র এবং শিল্পী সাব্বির ও পুতুলের দ্বৈত সংগীত পরিবেশনা। রাত সাড়ে ১১টায় শেষ হবে অনুষ্ঠান।

আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি গাড়ি পার্কিং, খাবার বিতরণ, পর্যাপ্ত পানির সরবরাহ ও জরুরি চিকিৎসাসেবার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের সহযোগিতায় এ আয়োজন সফল হবে বলে আশাবাদী তারা।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।