ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট লীগ শুরু ২৫ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, সেপ্টেম্বর ২২, ২০২৫
চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট লীগ শুরু ২৫ সেপ্টেম্বর

চট্টগ্রাম: ছয় দলের অংশ গ্রহণে প্রথমবারের মত চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট লীগ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ লীগ।

 

আয়োজকদের দাবি, এ ধরনের লীগের একদিকে যেমন তরুণ খেলোয়াড়রা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে  অন্যদিকে চট্টগ্রামের ক্রিকেট পুনরুজ্জীবিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি।

আয়োজক সংস্থা ‘স্পোর্টিফাই ইভেন্টেস’ এরপক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলে দাইয়ান।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘স্পোর্টিফাই ইভেন্টস’ এর আয়োজনে চট্টগ্রামের ৬টি ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে ফ্র্যাঞ্চাইজি মডেলে একটি টি২০ ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ৬টি দলকে লটারীর মাধ্যমে ২ গ্রুপে বিভক্ত করে ডাবল লীগ পদ্ধতিতে মোট ১৫টি খেলা অনুষ্ঠিত হবে। এতে গ্রুপ পর্বে ১২টি, ২টি সেমিফাইনাল এবং ফাইনাল।  

ইতোমধ্যেই চট্টগ্রামের শীর্ষস্থানীয় ২৭৫ জন খেলোয়াড়ের তালিকা থেকে টুর্ণামেন্টের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠিত হয়। প্রতিটি দল চট্টগ্রাম প্রিমিয়ার লীগের ১২ জন এবং চট্টগ্রাম ১ম বিভাগ ক্রিকেট লীগের ৪ জন সহ মোট ১৬ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। প্রতি খেলায় ১১ জনের খেলোয়াড় তালিকায় নূন্যতম ২জন চট্টগ্রাম ১ম বিভাগ ক্রিকেট খেলোয়াড় অর্ন্তভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে বলে সংবাদ সম্মেলন আরও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিজেকেএস কাউন্সিলর শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, শওকত হোসেন, আলী আহসান রাজু এবং অংশগ্রহণকারী ৬টি দলের প্রতিনিধি মাহবুবুল আলম, তপন দত্ত, সরওয়ার আলম মনি, ফিরোজ খান, রবিন, আরিফুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল: কেকেআরসি, আম্বিয়া স্পোর্টস্, ব্রাদার্স ইউনিয়ন, এনআইচটি স্পোর্টস, চট্টগ্রাম হার্বিঞ্জার্স, ২০ ইভেন্টস্ গ্রুপ।  

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।