ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নান্দনিক চট্টলার শরৎ উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, অক্টোবর ১, ২০২৫
নান্দনিক চট্টলার শরৎ উৎসব নান্দনিক চট্টলার শরৎ উৎসব

চট্টগ্রাম: সাংস্কৃতিক সংগঠন নান্দনিক চট্টলার উদ্যোগে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসবের আয়োজন করা হয়।

নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ইলিয়াছ রিপনের সার্বিক তত্ত্বাবধায়নে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান।

তিনি বলেন, শরৎ উৎসব ও বর্ষবরণ উৎসবের মতো বাঙালি সংস্কৃতির পাশাপাশি আমাদের প্রিয় বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি ছিলেন প্রাচীন বাংলা লিমিটেড ও গ্রিন শিফা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন, প্রাচীন বাংলা গ্রুপ ও গ্রিন শিফা হাসপাতালেরর চেয়ারম্যান মাঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী, সমাজ ও মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা এআর কামরুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সেক্রেটারি লায়ন লুভনা হুমায়ুন সুমি।  

বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট ইসমত আরা বেগম। স্বাগত বক্তব্য দেন সেক্রেটারি ঝুম বৃষ্টি। উপস্থাপনা করেন যারীন সুবাহ্।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।