ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় মাদ্রাসা শিক্ষক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, জানুয়ারি ১০, ২০১৪
পটিয়ায় মাদ্রাসা শিক্ষক খুন

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে আবদুল আজিজ(৫০) নামে এক শিক্ষক খুন হয়েছেন। তিনি শাহচান আউলিয়া এতিমখানার শিক্ষক।



শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষক আবদুল আজিজ এতিমথানাতেই থাকতেন।
তার গ্রামের গ্রামের বাড়ি সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে।

পটিয়া থানার সেকেন্ড অফিসার কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, উপজেলার খরনা ইউনিয়নের শাহচান আউলিয়া এতিমখানা ও হেফজখানার প্রধান শিক্ষক মৌলভী আবদুল আজিজ হেফজখানার পাশে একটি কক্ষে থাকতেন।

বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তাকে তার শোবার ঘর থেকে বের করে এতিমখানার সামনে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর লাশটি এতিমখানার সেপটিক ট্যাংকে ফেলে যায়।

সকালে বিষয়টি জানার পর স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।  

এসআই কামাল উদ্দিন বলেন,‘হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের মুখে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। ’

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি জানিয়ে তিনি বলেন,‘থানায় মামলার প্রস্তুতি চলছে। ’

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।