ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ৭

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, জানুয়ারি ১১, ২০১৪
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ৭

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাইয়ার দিঘীর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ ইটভাটার মাটিবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।



আহতরা হলেন, রমিজ ‍মিয়া (৫৫), জাফর (৩৩), আজগর আলী রণি (২২), লেদু মিয়া (৫০), কাশেম (২৫), নাজমুল (২৮) এবং রকি (২৫)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আহতদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, আহতরা সবাই পথচারী। স্থানীয় একটি ইটভাটার জন্য মাটি নিয়ে যাবার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১১,২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।