ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আবুল কাশেম চৌধুরীর ইন্তেকাল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জানুয়ারি ২৩, ২০১৪
সাবেক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আবুল কাশেম চৌধুরীর ইন্তেকাল

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের শেবন্দী নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও স্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বৃহস্পতিবার নগরীর একটি বেসরকারি ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমের ভাগ্নে ও চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী বাংলানিউজকে বলেন,‘ মামা (আবুল কাশেম) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।


তিনি জানান, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবুল কাশেম মৃত্যুকালে মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

২৪ জানুয়ারী অর্থাৎ শুক্রবার বাদ জুমা নিজ গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে বলে জানান ওসমান গণি।

এদিকে ১৯৩৩ সালে জন্ম নেয়া আবুল কাশেম চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম পরিচালকমণ্ডলীর পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।