ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসু শিক্ষক নির্বাচনে সমমনা পরিষদ জয়ী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, জানুয়ারি ২৩, ২০১৪
সিভাসু শিক্ষক নির্বাচনে সমমনা পরিষদ জয়ী

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষক সমিতির নির্বাচনে সমমনা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ সভাপতি এবং অধ্যাপক ডা. রায়হান ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান জানিয়েছেন। এর আগে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এরপর রাতে ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী ফলাফল ঘোষণা করেন।

শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত অন্যান্যরা হলেন,যুগ্ম-সম্পাদক ডা. মোহাম্মদ ওমর ফারুক মিয়াজী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, সদস্য অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো. মাসুদুজ্জামান, অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান, মিসেস মেহেরুন্নেছা চৌধুরী সুমী, ডা. মো. জহুরুল ইসলাম এবং জাকিয়া সুলতানা জুথি।

সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যপক ড. মোহাম্মদ নুরুল আবছার খান।

প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের নিয়ে সমমনা শিক্ষক পরিষদ নির্বাচনে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।