ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৫৬ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৫৬ দোকান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদর এলাকার বিবিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



 মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র বিবিরহাট বাজারে মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি মার্কেটে বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রাপাত হয়।
মুহূর্তেই তা আশপাশের আরও চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি ঘরের ছোট কক্ষ বিশিষ্ট ৫৬ টি দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ফায়ার স্টেশনের অফিসার মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন,‘বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিকভাবে তা ছড়িয়ে পড়ায় পাঁচটি ঘরের ছোট কক্ষ বিশিষ্ট ৫৬টি দোকান পুড়ে গেছে। ’

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, অগ্নিকাণ্ডে মুদি দোকান, কাঁচামাল ও কসমেটিকসসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।