ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, মার্চ ১০, ২০১৪
সীতাকুণ্ডে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শেয়ারীপোল এলাকা থেকে লিপি আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় লিপির স্বামী জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার দুপুরে শেয়ারীপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে একটি শিমখেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নুরুল ইসলাম জানান, লিপি জাকিরের প্রথম স্ত্রী। তাঁকে শ্বাসরোধে হত্যা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি খেতে ফেলে রাখেন জাকির।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। জাকির ও লিপির বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘন্টা, মার্চ ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।