ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আটক নেতাদের মুক্তির দাবিতে মূল ফটকে তালা

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
আটক নেতাদের মুক্তির দাবিতে মূল ফটকে তালা

চট্টগ্রাম: আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ । বিক্ষোভকারিরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তুষারের অনুসারী।



বৃহস্পতিবার দুপুর দুপুর দুইটার দিকে ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ শুরু করে। পরে, পৌনে তিনটার দিকে প্রক্টিরিয়াল বডির আশ্বাসে তালা খুলে দেয়।


বেলা সোয়া বারোটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসময় পুলিশ ১০ ছাত্রলীগ কর্মীকে আটক করলে ছাত্রলীগের একাংশের কর্মীরা আটকের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের পর আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে তুষার অনুসারী কয়েকজন ছাত্রলীগ কর্মী মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় ফটক বন্ধ থাকায় কোন শিক্ষক বাস চলাচল করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বাংলানিউজকে বলেন, এ ঘটনার সাথে জড়তেদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। মূল ফটকে তালা লাগিয়ে কোন প্রতিবাদ করা যায় না।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তুষারের সঙ্গে এ প্রসঙ্গে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।