ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিলবোর্ড অপসারণ করতে গিয়ে ক্রেন উল্টে চালক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
বিলবোর্ড অপসারণ করতে গিয়ে ক্রেন উল্টে চালক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর সল্টগোলা এলাকায় বিলবোর্ড উচ্ছেদের সময় ক্রেন উল্টে চালক আহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কর্পোরেশন সূত্র জানায়, গত ১৬ নভেম্বর থেকে যৌথভাবে অবৈধভাবে বিলবোর্ড অপসারণ শুরু করে সিটি কর্পোরেশন ও নগর পুলিশ।
অভিযানের অষ্টম দিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুনের নেতৃত্বে সল্টগোলা এলাকায় অপসারণ কার্যক্রম চালাচ্ছিল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। আরেকটি বড় বিলবোর্ড কাটার পর ক্রেন দিয়ে নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেন উল্টে যায়। বিলবোর্ডটি সড়কে উল্টে পড়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নগরীর ব্যস্ততম সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।   

ক্রেন উল্টে চালক আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন বাংলানিউজকে বলেন,‘বিলবোর্ডগুলো খুবই বড়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সামনে একটি পোল থেকে বিলবোর্ডটি কাটার পর  নামানোর সময় ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক সামান্য আহত হয়েছে। তবে বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। আপাতত অভিযান বন্ধ রয়েছে। বিলবোর্ডটি সড়ক থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ’

অভিযান চলাকালে তিনটি বড় বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল আলম।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্ট‍া, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।