ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান চেম্বার সভাপতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান চেম্বার সভাপতির

চট্টগ্রাম: গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বুধবার এক জরুরি ফ্যাক্স বার্তায় প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড.তৌফিক-ই-ইলাহী চৌধুরীর প্রতি এ আহ্বানা জানান।



বিতরণ কোম্পানী ও সংস্থাগুলোর পক্ষ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) দেয়া প্রস্তাবানুযায়ী জানুয়ারি মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করা হবে কমিশনের এমন ঘোষণার প্রেক্ষিতে চেম্বার সভাপতি এ চিঠি দেন।

গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছিল উল্লেখ করে চিঠিতে চেম্বার সভাপতি বলেন,  বর্তমান সরকার নতুন করে ক্ষমতা গ্রহণের পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আর্থিক দূরাবস্থা কাটিয়ে উঠছে সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের জীবিকা নির্বাহ চাপের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

মাহবুবুল আলম বলেন, বিগত সরকারের আমলে ৬ দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। তাই বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বিদ্যুতের দাম বাড়ানো সমীচীন হবে না। তবে সরকারের ভর্তুকির পরিমাণ হ্রাসের পাশাপাশি আবাসিক খাতে প্রতি চুলা সর্বোচ্চ ৫৫০ এবং দুই চুলা সর্বোচ্চ ৬৫০ টাকা নির্ধারণ করা হলে তা গ্রহণযোগ্য হবে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।