ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলায় বসে মাদক সেবন, সাত যুবকের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
শিল্পকলায় বসে মাদক সেবন, সাত যুবকের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরীর দামপাড়া এম এম আলী রোডে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসে মাদক সেবনের অভিযোগে সাত যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্ব পরিচালিত ভ্র‍াম্যমান আদালত এ রায় দেন।



দণ্ডিত যুবকেরা হল, মোহাম্মদ সালমান, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ টিপু, আবু বকর সিদ্দিকি, মোহাম্মদ ফাহাদ, মোহাম্মদ ইব্রাহিম এবং মোহাম্মদ ইমতিয়াজ কাসেম।

জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে সাত যুবককে আটকের পর তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ ধারায় ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।


হোটেল-রেস্টুরেন্টের জরিমানা
লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ এবং পরিবেশনের দায়ে দু’টি হোটেল রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে নগরীর অলংকার মোড়ের রয়েল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং চকবাজারের কফি ইন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন ভ্র‍াম্যমান আদালত পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।