ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৯ লক্ষ ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
চট্টগ্রামে ৯ লক্ষ ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে ভারতীয় মুদ্রায় মোট ৯ লক্ষ রুপিসহ আনোয়ার হোসেন (৪৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাউজান উপজেলার মুন্সীরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।



র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি সোহেল মাহমুদ বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ভারতীয় মুদ্রার মধ্যে তিন লক্ষ রুপি মূল্যমানের এক হাজার রুপির ৩’শটি নোট এবং ছয় লক্ষ রুপি মূল্যমানের পাঁচশ রুপির এক হাজার ২’শটি নোট আছে।

তিনি বলেন, ভারতীয় মুদ্রাগুলো অবৈধভাবে লেনদেনের সময় হুন্ডি ব্যবসায়ী আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।