ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি সাবেক উপাচার্য

ড. আবু ইউসুফের মৃত্যুবার্ষিকী পালিত

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
ড. আবু ইউসুফের মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবু ইউসুফ আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারত করেন।



সকালে ড. আবু ইউসুফ আলমের কবরে পুষ্পস্তবক অর্পন করেন মরহুমের পরিবার, ড. আবু ইউসুফ ফাউন্ডেশন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী-ফটিকছড়ি শিক্ষার্থীদের সংগঠন নববাকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিনী বেগম রওশন আরা ইউসুফ, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুল হক, নববাক এর সভাপতি নুরুল আজিম জুয়েল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক সৈকত দাস, সহ সাংগঠনিক সম্পাদক ঝুলন দেব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পারভেজ চৌধুরী, সদস্য জিয়াউদ্দিন, ফরহাদ হোসেন, তৌহিদ ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।