ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে মহানগর প্রভাতী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে মহানগর প্রভাতী ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ও বগি প্ল্যাটফর্মের উপর উঠে গেছে। বুধবার ভোরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচলেও কোন প্রভাব পড়েনি।
ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা ফিরোজ ইফতেখার বাংলানিউজকে বলেন,‘ওয়াশশেড থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার জন্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসছিল মহানগর প্রভাতী। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি প্ল্যাটফর্মের যাত্রী ঢোকার প্রবেশ পথে চলে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্ল্যাটফর্ম থেকে বগি ও ইঞ্জিন উদ্ধারের চেষ্টা চলছে।   আরেকটি ইঞ্জিন যুক্ত করে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মহানগর প্রভাতী ইঞ্জিন ও বগি রেখে চট্টগ্রাম ছেড়ে গেছে। ’

এদিকে এ ঘটনা খতিয়ে দেখতে রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা(ডিটিও) ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।      

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।