ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা, আসামী ৬৫

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
চবিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা, আসামী ৬৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহ জালাল হল থেকে দুটি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার রাতে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয়।



মামলায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশা ও ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ভিএক্স’র নেতা রুবেল দে সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামী করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি মো. ঈসমাইল মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

রোববার বিশ্ববিদ্যালয়ে শাহজালাল হলে তল্লাশী চালিয়ে ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২০টি রামদা এবং অন্তত ২০ টি লোহার রড ও চাপাতি উদ্ধার করে পুলিশ।

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর পর পুলিশ এ তল্লাশী চালায়।   বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ডিসেম্বর ১৫, ২০১৪


** চবির শাহজালাল হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।