ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে উপাচার্য অবরুদ্ধ, প্রশাসনিক ভবনে তালা

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
চবিতে উপাচার্য অবরুদ্ধ, প্রশাসনিক ভবনে তালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: তাপস সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আরোয়ারুল আজিম আরিফকে অবরুদ্ধ করে রেখেছে।   এসময় প্রশাসনিক ভবনের সকল গেইটে তালা লাগানো সহ ব্যপক ভাঙচুর চালায় সিএফসি’র নেতাকর্মীরা।



সোমবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক সুমন মামুন বাংলানিউজেকে জানান, তাপস হত্যার বিচারের দাবিতে আমরা প্রশাসনকে দুপুর একটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম।
  কিন্তু উপাচার্য আমাদের কথায় কর্ণপাত না করে এখনো পর্যন্ত হত্যাকারীদের মদদ দিয়ে যাচ্ছে।

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বাংলানিউজকে জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।   আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌলাহ’র পদত্যাগ ও ২৪ ঘণ্টার মধ্যে তাপস হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান করে দলটি।  

** চবিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা, আসামী ৬৫

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।