ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় ইয়াবা আসক্ত যুবকের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
বাকলিয়ায় ইয়াবা আসক্ত যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক মাদকসেবিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রিয়াদ আহমেদের (৩০) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।



বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, সোমবার সকাল পৌনে ১০টার দিকে শাহ আমানত সেতু এলাকায় পুলিশের চেকপোস্টে ১৩ পিস ইয়াবাসহ ধরা পড়ে রিয়াদ।

দুপুরে তাকে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতে রিয়াদ ইয়াবাগুলো সেবনের জন্য রেখেছিল বলে স্বীকার করে। এরপর আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।