ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেধার মান উন্নয়নে ইডিইউ’র সঙ্গে ইউনাইটেড নেশনস্’র চুক্তি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
মেধার মান উন্নয়নে ইডিইউ’র সঙ্গে ইউনাইটেড নেশনস্’র চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শিক্ষার্থীদের মেধার মান উন্নয়নে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) সঙ্গে সর্ম্পক জোরদার করলো ইউনাইটেড নেশনস্ ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সম্প্রতি  নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে চুক্তি স্বাক্ষর হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইডিইউর শিক্ষার্থীদের সব ধরণের আন্তর্জাতিক সেমিনার, ওর্য়াকশপ, সাংস্কৃতিক কর্মকান্ড, মতামত, বার্তা আদান প্রদানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
  

চুক্তি স্বাক্ষরের সময় অন্যান্যের মধ্যে ইউনাইটেড নেশনস্ ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ মামুন মিয়া, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান, ডীন অব ফ্যাকাল্টিজ প্রফেসর ড. ওবায়দুল করিম, এমবিএ প্রোগ্রামের কোর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন, রেজিস্টার শাফায়েত চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নেশনস্ ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ মামুন মিয়া বলেন, এই ধরনের চুক্তির মধ্য দিয়ে উচ্চ শিক্ষায় নিয়োজিত কিংবা ইউনিভার্সিটি পড়–য়া ছেলে মেয়েরা বৈশ্বিকভাবে নিজেকে জ্ঞানের দিক দিয়ে আরো সমৃদ্ধ করতে পারে।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইউনাইটেড নেশনস্ এর একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের সর্ম্পক তৈরি হওয়ায় আমরা আনন্দিত। তারা ইডিইউর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয়। সামনে দুই প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে একাধিক কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।