ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শৃঙ্খলমুক্তির ক্ষণে চট্টগ্রামে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
শৃঙ্খলমুক্তির ক্ষণে চট্টগ্রামে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একাত্তরে শৃঙ্খলমুক্তির ক্ষণে বিকেল ৪টা ১ মিনিটে চট্টগ্রামে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন হাজারো নারী, পুরুষ, শিশু। নগরীর চেরাগির মোড়ে গণজাগরণ মঞ্চের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের এ কর্মসূচী পালিত হয়েছে।



খেলাঘরের শিশু শিল্পীরাই কোমল কণ্ঠে শুরু করেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। ’ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সংগঠক, ‍পতাকা হাতে অংশ নেয়া সাধারণ জনতা সম্মিলিতভাবে কণ্ঠে তুলে নেন প্রাণের সেই সুর।


দেশমাতৃকার প্রতি অপরিসীম ভালবাসা, গভীর মমত্ববোধের বহি:প্রকাশ ঘটাতে গিয়ে অনেকে হয়েছেন আবেগে আপ্লুত। জাতীয় সংগীত পরিবেশন শেষে ‘জয় বাংলা’ শ্লোগানে গর্জে উঠে চেরাগি চত্বর।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন উপলক্ষে অনুষ্ঠানের শুরু হয় মঙ্গলবার বিকেল পৌনে চারটায়। প্রথমে বোধন ও প্রমা আবৃত্তি সংগঠনের কর্মীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন।

এরপর ঘড়ির কাঁটা ৪টা ১ মিনিট ছোঁয়ার সঙ্গে সঙ্গেই খেলাঘরের শিশু শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গেয়ে উঠে জাতীয় সংগীত। বাবার কোলে শিশু, সন্তানকে নিয়ে আসা মা, ছড়িয়ে, ছিটিয়ে থাকা হাজারো মানুষ এক কাতারে দাঁড়িয়ে গেয়ে উঠেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’।

চেরাগি চত্বরের আশপাশে যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে যান। বহুতল ভবনের উপরে বাসা ছেড়ে গৃহিণীরা, শিশুরা এসে দাঁড়ান বারান্দায়। বুকে হাত দিয়ে সবাই গেয়ে উঠেন বিশ্বকবির অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’।

জাতীয় সংগীত পরিবেশনের পর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা। গণসঙ্গীত শিল্পী রবীন দে উদীচীর পরিবেশনায় নেতৃত্ব দেন।

এরপর গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি ডা.চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, এদেশকে যতদিন পর্যন্ত যুদ্ধাপরাধী-রাজাকারমুক্ত, সাম্প্রদায়িকতামুক্ত, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হিসেবে গড়তে না পারব, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণ মঞ্চ তার সংগ্রাম অব্যাহত রাখবে।

জাতীয় সঙ্গীত পরিবেশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা.এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি প্রবাল দে ও সুনীল ধর, সাধারণ সম্পাদক শিলা দাশগুপ্ত, সিপিবি নেতা অধ্যাপক অশোক সাহা, শিক্ষিকা সালমা জাহান মিলি, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি শিমুল বৈঞ্চব, জেলা ছাত্রফ্রণ্টের সভাপতি আল কাদেরি জয়, মুক্তিযোদ্ধা নূরুল আবছার।

এছাড়া বোধন, প্রমা, উদীচী, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, প্রত্যয় ৭১, মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চসহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন এতে সংহতি প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।