ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিপক্ষের দু’কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
প্রতিপক্ষের দু’কর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) দুই কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) এর কর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ওয়াসা এলাকা থেকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

  

ভিএক্সের কর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জায়েদ মাহমুদ ও ব্যবস্থাপনা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু আহাদ অমি।  

সিএফসি কর্মীরা এ দুই ছাত্রলীগ কর্মীকে মারধর করে পাঁচলাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পরে পাঁচলাইশ থানা পুলিশ তাদেরকে হাটহাজারী থানায় হস্তান্তর করে।    

সিএফসির নেতাদের দাবি জায়েদ ও অমি ছাত্রলীগ কর্মী তাপস সরকার হত্যা মামলার আসামি।  

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সম্পাদক কাউসার ফেরদৌস ফুয়াদ বাংলানিউজকে বলেন, জায়েদ মাহমুদ ও অমি তাপস সরকার হত্যা মামলার আসামি। তাদের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তাই তাদেরকে ওয়াসার মোর থেকে আমাদের কর্মীরা ধরে পাঁচলাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।  

হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই ) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আটক দুই ছাত্রলীগ কর্মীকে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময় : ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।