ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনে পুড়েছে দোকান ও বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
চট্টগ্রামে আগুনে পুড়েছে দোকান ও বসতঘর ফাইল ফটো

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে দোকান ও বসতঘর। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালুরঘাট কার্যালয়ের স্টেশন কর্মকর্তা জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত সাড়ে বারটার দিকে রাউজান উপজেলার খলিফা ঘোনা এলাকায় রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার স্টেশনের ১টি গাড়ি আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি বসত ঘর পুড়ে গেছে।

এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি স্টেশনের কর্মকর্তা নাজমুল আলম বাংলানিউজকে জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাঙামাটি ও কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মোটরপার্টস, রড সিমেন্ট, ফার্নিচার ও সিএনজির গ্যারেজসহ চারটি দোকান পুড়ে গেছে।

আগুনে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।