ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ হাজার ইয়াবা উদ্ধার

শ্যালক-শ্বশুরসহ ইয়াবা ব্যবসায়ী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
শ্যালক-শ্বশুরসহ ইয়াবা ব্যবসায়ী আটক ছবি : প্রতীকী

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা গ্রামে শ্বশুর ও শ্যালকসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও এক লাখ ৪০ হাজার ইয়াবা বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।



মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, ইয়াবা ব্যবসায়ী মো.ইছহাক (৩৫), তার শ্বশুর মনছফ আলী (৬৫) এবং শ্যালক সাইদুর রহমান (২২)।


র‌্যাবের চট্টগ্রাম জোনের কমান্ডার লে.কর্ণেল সৈয়দ মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ইছহাক চরপাথরঘাটা গ্রামে নিজ বাড়িকে আস্তানা বানিয়ে ইয়াবার ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের পর তার শ্বশুরবাড়ি থেকেও ইছহাকের রাখা ইয়াবা উদ্ধার করা হয়েছে। এজন্য শ্বশুর ও শ্যালককেও আটক করা হয়েছে।

এ ঘটনায় নগরীর কর্ণফুলী থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মিফতাহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।