ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গারোদের ওয়ানগালা উৎসব উদযাপিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
চট্টগ্রামে গারোদের ওয়ানগালা উৎসব উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ওয়ানগালা উৎসব।   শষ্য তোলার পর ‘মিসি সালজং’ দেবতাকে ধন্যবাদ জ্ঞাপনের উৎসব এটি।

  ঐতিহ্যের ধারাবাহিকতায় গারো খ্রিষ্টানরা ‘খ্রিষ্টরাজাকে’ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এ উৎসব পালন করে থাকে।

মঙ্গলবার নগরীর পাথরঘাটা গীর্জা প্রাঙ্গণে দিনব্যাপী উদযাপিত হয় গারোদের এ প্রধান ধর্মীয় উৎসব।
  এতে চট্টগ্রামে বসবাসকারী গারো নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা অংশ নেয়।

অনুষ্ঠানে নকমা (সমাজ নেতা) হিসেবে এড্রিয়ান রিছিল ও খামাল (প্রধান যাজক) হিসেবে চট্টগ্রাম ক্যাথলিক ধর্মপ্রদেশের সহকারী বিশপ রেভা. লরেন্স সুব্রত হাওলাদার সি.এস.সি. উপস্থিত ছিলেন। আরও ছিলেন গারোদের ১২টি গোত্রের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

ধর্মীয় অনুষ্ঠানের গারোদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গারো সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।   অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র- অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে দেড় লক্ষাধিক গারো বাস করে। এর মধ্যে চট্টগ্রামে বাস করে তিন হাজারের অধিক।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।