ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বটতল এলাকায় বন্য হাতির আক্রমণে মাহবুবুল আলম তালুকদার(৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এসময় বন্য হাতির তান্ডবে স্থানীয় কৃষকদের শস্যক্ষেত্র নষ্ট হয়।

নিহত মাহবুবুল আলম জনার কেঁওচিয়া গ্রামের পঞ্চায়েত বাড়ির মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে।


সাতকানিয়া থানার ‌উপ সহকারি পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, সকালে মাহবুবুল আলম তার কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় ১২-১৩টি বন্য হাতি পাহাড়ের বন থেকে অতর্কিত নেমে এসে মাহবুবকে শুড় দিয়ে আঘাত করে। পরে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন জড়ো হয়ে তাড়া করলে হাতিগুলো স্থানীয় পাহাড়ের বনে ফেরত যায়। এসময় হাতিগুলোর তান্ডবে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।