ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।



এসময় তাদের কাছ থেকে একটি রামদা ও তিনটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ।

আটক তিনজন হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার সিদ্দিক আহমদের ছেলে মো. বাবুল(২৬), একই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে মো. মহসিন(১৮), বাকলিয়া থানার নয়া মসজিদ এলাকার মৃত লোকমানের ছেলে জামাল হোসেন(২০)।


বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন বাংলানিউজকে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাবুল গত অক্টোবরে অস্ত্র মামলায় সাত বছর সাজা কেটে কারাগার থেকে বের হয়ে এসেছেন। তারা স্থানীয় ব্যবসায়ী হাজী রশিদের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।