ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নানা কর্মসূচির মধ্য দিয়ে ইডিইউর বিজয় দিবস উদযাপন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
নানা কর্মসূচির মধ্য দিয়ে ইডিইউর বিজয় দিবস উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশ গড়ার শপথ নিয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) উদযাপিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যায় র্কতৃপক্ষ বিভিন্ন র্কমসূচীর আয়োজন করে।



কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, চিত্র প্রদর্শনী ও কবিতা পাঠ।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেকমন্ত্রী আবদুল্লাহ আল নোমান।


আবদুল্লাহ আল নোমান বলেন, মন্ত্রীত্বের সম্মানের চেয়ে মুক্তিযোদ্ধার পরিচয় অনেক বড়। আমি এই পরিচয়ে কথা বলতে বেশি গর্ববোধ করি। ১৬ ডিসেম্বর ফিরে এলে আমার সেই অস্ত্রহাতে রণাঙ্গনে যাওয়ার কথা মনে পড়ে। দেশ নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখার অনুপ্রেরণা পাই। আমরা যে বাংলাদেশ তৈরি করেছি তরুণ প্রজন্মকেই তার হাল ধরতে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ১৯৭১ সালের পর দেশকতটুকু এগিয়েগেছে তা নিয়ে ভাবার সময় এসেছে। আমরা এখনো অন্যদের তুলনায় অনেকখানি পিছিয়ে রয়েছি। রাজনৈতিক হানাহানি, সংঘাত, দুর্নীতি, সঠিক কর্মপরিকল্পনার অভাবসহ একাধিক বিষয়গুলো সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে আমাদের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করছে।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, তরুণদের ভবিষৎ তরুণদের হাতেই ন্যস্ত। তাদেরকে কাজ করতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। মনে রাখতে হবে তরুণ প্রজন্ম সংকটে পড়লে দায়বদ্ধতা নিয়ে কাজ করার মানসিকতা বাধাগ্রস্থ হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম । পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।