ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে: মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে: মেয়র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম বলেছেন, দেশ ও জাতির প্রত্যাশা পূরন করতেই শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। যোগ্য নাগরিক না হলে সমাজ, দেশ ও জাতির কোন লাভ হয় না।



শনিবার সকালে জামালখান কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিটি মেয়র বলেন, ১৯৬৬ সালে জামাল খান কুসুম কুমারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশ ও বিদেশে অবদান রেখেছেন।
দেশ বিনির্মানে সকলকে অবদান রাখার আহবান জানান মেয়র।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষান, আঞ্জুমান আরা, প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস দিল আফরোজ খানম, পুনর্মিলনী পরিষদ আহবায়িকা ডা. শম্পা দত্ত, সাবা ও ঐশি।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। শেষে ‘প্রত্যয়’ নামে একটি স্মরণীকার মোড়ক উন্মোচন করেন সিটি মেয়র এম মনজুর আলম। দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।