ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাট কাঁচা বাজারে সিসি ক্যামেরা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বহদ্দারহাট কাঁচা বাজারে সিসি ক্যামেরা ছবি: ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারে ১৫টি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা বসানো হয়েছে। শনিবার বিকেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।



সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে মেয়র বলেন, নগরীর সার্বিক নিরাপত্তা, জঙ্গী ও সন্ত্রাসীদের অশুভ তৎপরতা নির্মূলে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিক পালন করবে।

তিনি বলেন, এরই মধ্যে নগরীতে অপরাধ প্রবণতা কমে এসেছে।
প্রতিটি ব্যবসা কেন্দ্র, অভিজাত, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ কমে আসবে। নগরীর ৪১টি ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসা, রায়হান ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।