ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুপ্রভাত শিশু উৎসব শনিবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সুপ্রভাত শিশু উৎসব শনিবার

চট্টগ্রাম: সুপ্রভাত বাংলাদেশের নয় মাসের ‘এগিয়ে চলো চট্টগ্রাম’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার (২৬ ডিসেম্বর) ডিসি হিলে অনুষ্ঠিত হবে শিশু উৎসব।

উৎসবের প্রথম পর্বে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

দ্বিতীয় পর্বে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশিত হবে গান, নাচ, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, জাদুসহ আরও অনেক কিছু।


চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের (প্রথম-চতুর্থ শ্রেণি) বিষয় ‘ইচ্ছেমতো আঁকো’, খ গ্রুপের (পঞ্চম-সপ্তম শ্রেণি) বিষয় ‘আমাদের দেশ’ এবং গ গ্রুপের (অষ্টম-দশম শ্রেণি) বিষয় ‘ভোর’।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফরম বাতিঘর (প্রেস ক্লাব ভবন), ফুলকি, আলমের চায়ের দোকান (শিল্পকলার সামনে), কারেন্ট বুক সেন্টার (জলসা ভবন) ও অজন্তা লাইব্রেরিতে (চকবাজার) পাওয়া যাচ্ছে। এছাড়া সুপ্রভাত বাংলাদেশ কার্যালয় থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

‘এগিয়ে চলো চট্টগ্রাম’ ধারাবাহিক অনুষ্ঠানমালা আয়োজনে সহযোগিতা করছে র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ, সাইফ পাওয়ারটেক, হুন্ডাই, স্যাংইয়ং, নিশান, বিএসআরএম, একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড, একেএস স্টিল, হাবিব গ্রুপ, কেডিএস গ্রুপ, পিএইচপি ফ্যামিলি, এস আলম গ্রুপ, সিটিসেল, প্যাসিফিক জিনস লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, পেডরোলো, ফ্রেশ, কনফিডেন্স সিমেন্ট, এশিয়ান অ্যাপারেলস এবং টিকে গ্রুপ।

বাংলাদেশ সময়: ১০১২ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।