ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লিজা পোল্ট্রি ফিডের ম্যানেজারসহ তিনজনের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
লিজা পোল্ট্রি ফিডের ম্যানেজারসহ তিনজনের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরীর বাকলিয়ার কালামিয়া বাজারের লিজা পোল্ট্রি ডেইরি অ্যান্ড ফিশ ফিড কারখানার ম্যানেজার আলী আহমদ, কর্মচারী মো. পারভেজ ও মো. সোহেলকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে প্রতিষ্ঠানের কোনো ধরনের লাইসেন্স না থাকায় এ দণ্ড দেওয়া হয়।



মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ম্যাজিস্ট্রেট এ দণ্ড দেন। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ও নগর পুলিশ অংশ নেন।


একই অভিযানে ফিশারিঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রির দায়ে বাবুল মিয়া নামের এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কর্ণফুলী কোল্ডস্টোরেজ এলাকায় ১০০ কেজি জাটকা পাওয়া যায় পরিত্যক্ত অবস্থায়। মাছগুলো পরে তিনটি এতিমখানায় বিলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এআর/টিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।