ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বারি আম-১১ সারা দেশে ছড়িয়ে দিতে বললেন মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
বারি আম-১১ সারা দেশে ছড়িয়ে দিতে বললেন মেয়র  একই গাছে পাকা আম, কাঁচা আম, গুটি আম ও মুকুলের সমারোহ

চট্টগ্রাম: একই গাছে পাকা আম, কাঁচা আম, গুটি আম ও মুকুলের সমারোহ দেখে মেয়র আ জ ম নাছির উদ্দীন বারি আম-১১ জাতটি চট্টগ্রামসহ সারা দেশে বিস্তারের জন্য কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম হারুনর রশীদকে পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) পাহাড়তলীর কৃষি গবেষণা কেন্দ্রে জাতটি মুক্তায়িত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র।

জাতটির বৈশিষ্ট্য হলো সারা বছর ফলন দেয়, মিষ্টতা বেশি এবং গুচ্ছাকারে ফল দেয়।

মেয়র বলেন, সকল ফলের সেরা ফল আম।

তাই আমকে ফলের রাজা বলা হয়। এদেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায়, ফলমূল উৎপাদনে কৃষি গবেষণা কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি বিএআরআই উদ্ভাবিত এ প্রযুক্তি ছাদ কৃষিতে অন্তর্ভুক্তির জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফল বিভাগ) ড. মদন গোপাল সাহা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ।

স্বাগত বক্তব্য দেন কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. এএসএম হারুনর রশীদ। উপস্থাপনা করেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

জেলা প্রশাসক শামসুল আরেফিন বলেন, বারি আম-১১ সারা বছর পুষ্টিতে ভূমিকা রাখবে এবং অমৌসুমে কৃষকদের লাভবান হতে সহায়তা করবে।

এই রকম সারা বছর আমের জাত উদ্ভাবনের জন্য তিনি বিজ্ঞানীদের ধন্যবাদ জানান।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।