ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের মুখে হাসি ফোটাল ‘হাসি’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
শীতার্তদের মুখে হাসি ফোটাল ‘হাসি’

চট্টগ্রাম: সামাজিক সেবামূলক সংগঠন হাসি’র উদ্যেগে পাঁচলাইশ জান আলি নগর ৩ নম্বর ওয়ার্ডে গরীব, অসহায় ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) তাদের হাতে প্রায় দুই শতাধিক শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

পরে এ উপলক্ষে মো. মহিউদ্দিনের  সঞ্চালনায় ও সমাজসেবক মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজ সেবক মো. মঞ্জুর চৌধুরী, সংগঠনের সহ সভাপতি মো. ইসমাইল আজাদ, মো: সেলিম আজাদ বাবুল।

শুরুতেই স্বাগত বক্তব্য দেন তরুন সংগঠক মো. রিমন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহজাহান, আইয়ুব আলি, জোবায়েদ হিমু, মো. রিমন, মনির জনি সহ সংঠনের সদস্যরা।

 সভায় বক্তারা 'হাসি'র চলামান মানব সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন করে বলেন, সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন মুন্না ও প্রতিষ্ঠাতা সম্পাদক মো. শাহনেওয়াজ দেশের প্রতি, সমাজের প্রতি ও মানুষের প্রতি যে দায়বন্ধতা পালন করে যাচ্ছেন তা একদিন স্মরনীয় হয়ে থাকবে। তার এই সেবামূলক কর্মসূচি সমাজের সকলেরই পালন করা উচিত।

উল্লেখ্য, ‘হাসি’ বিগত তিন বছর ধরে বৃহত্তর নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিনামুল্য চিকিৎসা সেবা দান, অষূধ পত্র দান, ইফতার সামগ্রী বিতরন, ঈদ বস্ত্র বিতরন, শীত বস্ত্র বিতরন করে আসছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।