ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিয়োগে দুর্নীতির অবসান চায় যুব মৈত্রী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নিয়োগে দুর্নীতির অবসান চায় যুব মৈত্রী

চট্টগ্রাম: চাকরিতে নিয়োগে দুর্নীতির অবসান চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা যুব মৈত্রী।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে নগরীর দোস্ত বিল্ডিংয়ে ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে জেলা যুব মৈত্রীর সাংগঠনিক সম্পাদক যুবনেতা নুরুন্নবী আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রীর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মো. মুহসিন, সাবেক ছাত্রনেতা অরণ্য অনিমেষ, যুবনেতা খোকন মিয়া, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি সম্পদ রায়, যুবনেতা ছগির আহমেদ রনি, আবদুর রহিম, শাহেদ উদ্দিন, মো.রায়হান, ছাত্রনেতা নয়ন আহমেদ, মো. হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা দুর্নীতিবাজদের পরিবর্তে সৎ-নির্ভীক কর্মকর্তাদের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১৪৯ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।