ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিশুদের মনোজাগতিক পরিবর্তনে প্রয়োজন সুস্থ সংস্কৃতি চর্চা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
শিশুদের মনোজাগতিক পরিবর্তনে প্রয়োজন সুস্থ সংস্কৃতি চর্চা

চট্টগ্রাম: নগরীর নাছিরাবাদ উচ্চ বিদ্যালয়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে মাইজভান্ডারী একাডেমি।

ত্বরিকা ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ১১১ তম উরস উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে এরই অংশ হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ক্বিরাত, হামদ-না’ত, মাইজভাণ্ডারী গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, কবিতা ও ছড়া, চিত্রাংকন এবং উপস্থিত বক্তৃতায় প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু কিশোররাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

তাই শিক্ষা জীবন থেকে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, সৎ, দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে পারলে তারা কখনো বিপথগামী হবে না। শিশুদের মনোজাগতিক পরিবর্তন ও মননশীলতার উৎকর্ষ সাধনে সুস্থ সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে হবে। মহাত্মা মনীষীদের জীবনাদর্শের দিকে তাদের অনুপ্রাণিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি অধ্যাপক এ ওয়াই এম জাফর, চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক সুব্রত দাশ, আতিকুল ইসলাম, সঙ্গীতজ্ঞ জি কে দত্ত, শাশ্বতি তালুকদার, সলিল কান্তি বড়ুয়া, মাইজভাণ্ডারী একাডেমির সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ তরিকুল আলম, তাজকিয়ার সভাপতি আবু নাছের অন্তু নুর, সহ-সভাপতি মোজাম্মেল আহমেদ, শিশু-কিশোর সমাবেশের সমন্বয়ক এইচ এম রাশেদ, নগর সভাপতি মাকসুদুর রহমান হাসনু, চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নগর শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, আবৃত্তিকার মুহিত বিশ্বাস, জেরিন মিলি, শ্রাবনী দাশ গুপ্ত, বায়েজীদ বোস্তামী থানার ওসি তদন্ত মঈনুদ্দিন ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩১০ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।