ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পদদলনে নিহতদের মধ্যে রাহুল চবি ছাত্র 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
পদদলনে নিহতদের মধ্যে রাহুল চবি ছাত্র  পদদলনে নিহত চবি ছাত্র রাহুল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে আয়োজিত মেজবানে গিয়ে পদদলনে নিহতদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একছাত্রও রয়েছেন। 

তিনি হলেন- দিপংকর দাশ রাহুল। বিশ্ববিদ্যালয়েরর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র।

তার বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার বড়ইতলী গ্রামে।

রাহুলের সহপাঠী মিতু চৌধুরী বাংলানিউজকে জানান, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মেজবানে অংশ নিতে রাহুল রীমা কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন।

সেখানে সনাতনসহ অন্যন্যা ধর্মাবলম্বীদের জন্য আয়োজন ছিল। দুপুর ১২টার দিকে কমিউনিটি সেন্টারের গেট খুলে দিলে মানুষের হুড়োহুড়িতে নিচে পড়ে যান রাহুল।  

‘পদদলিতে হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে রাহুলকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ’

তিনি বলেন, বর্তমানে রাহুলের বাবা চমেক হাসপাতালে এসেছেন। খবর পেয়ে ছুটে গেছে অন্যান্য সহপাঠীরাও।  

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বাংলানিউজকে বলেন, রাহুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।