ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দর্শনার্থীদের মূল আকর্ষণ বাঘ-সিংহে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
দর্শনার্থীদের মূল আকর্ষণ বাঘ-সিংহে  চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থী আকর্ষণে সিংহ। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

চট্টগ্রাম: অর্ধশতাধিক পশুপাখি থাকলেও বাঘ-সিংহই চট্টগ্রাম চিড়িয়াখানার দর্শনার্থীদের মূল আকর্ষণ।

প্রতিদিনই বিপুলসংখ্যক শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শনার্থী ভিড় করেন এ চিড়িয়াখানায়। দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার প্রবেশ ফি ৩০ টাকা।

 

বাঘের খাঁচার সামনেও ভিড় থাকে।  ছবি: বাংলানিউজ
এখানে রয়েছে একটি দুর্লভ প্রজাতির গয়াল, সাম্বার হরিণ, মিঠা পানির কুমির, ময়ূর, শকুন, সজারু, অজগর, বানর, ভাল্লুক, শিয়াল, বুনো হলুদ কাছিম, তিতির, তুর্কি মোরগ, মায়া হরিণসহ নানা প্রজাতির পশুপাখি।

 

ময়ূরও পেখম মেলে মাঝে মাঝে।  ছবি: বাংলানিউজচিড়িয়াখানায় বেড়ানো শেষে চোখে পড়বে একটি ঘাতক কুকুর। যার কামড়ে মারা গেছে হিমাদ্রি নামের এক তরুণ।

অন্যান্য জীব-জন্তুও রয়েছে চিড়িয়াখানায়।  ছবি: বাংলানিউজসপরিবারে বেড়াতে আসা গৃহিণী কামরুন নাহার বাংলানিউজকে জানান, চিড়িয়াখানাটি ঢাকার তুলনায় ছোট, চিড়িয়াও (জন্তু, পশু) কম। প্রধান আকর্ষণ বলতে গেলে বাঘ আর সিংহই। তবে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা বেশ।  

ভিড় থাকে বানরের খাঁচাতেও।  ছবি: বাংলানিউজ‘পাহাড়ের কোলে ঘুরে বেড়ানোর অনেক জায়গা। সবচেয়ে বড় কথা শিশুদের বিনোদনের জন্য অনেক আয়োজন রয়েছে। যা শিশুদের আকর্ষণ করে। ’ 

চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. শাহাদাত হোসেন শুভ বাংলানিউজকে জানান, চিড়িয়াখানার অনেক উন্নয়নকাজ হয়েছে। চারদিকে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। এখন রাস্তাগুলো পাকা করার কাজ চলছে।
আছে সাপও।  ছবি: বাংলানিউজ‘আগামী দিনে আমরা আরও নতুন নতুন পশুপাখি সংগ্রহের চেষ্টা করছি। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad