ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উপাচার্যের আশ্বাসে চবিতে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
উপাচার্যের আশ্বাসে চবিতে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত  চবি শাটল স্টেশন। ফাইল ফটো

চট্টগ্রাম: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করেছে ছাত্রলীগের একাংশ। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর আশ্বাসে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্বদানকারী আলমগীর টিপু।  

বাংলানিউজকে তিনি বলেন, ‘দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করার পর তিনি অামাদের অাশ্বাস দিয়েছেন এই মামলা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার ব্যাপারেও তিনি কথা বলবেন বলে অামাদের জানিয়েছেন। ’

তিনি বলের, ‘অামরাও চাই দিয়াজ হত্যার সুষ্ঠু বিচার হোক।

তবে এভাবে রাজনৈতিক হয়রানি অামরা চাই না। অবরোধ প্রত্যাহার করলেও এ ধরনের হয়রানির প্রতিবাদে নিয়মিত মিছিল-মিটিং চলবে। ’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরুল হুদা বলেন, ‘উপাচার্য মহোদয় এই ব্যাপারে দেখবেন বলেছেন। সঠিক তদন্ত রিপোর্ট যাতে হয় সে ব্যাপারেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। ’

সোমবার (১৮ ডিসেম্বর) দিয়াজ হত্যা মামলায় উচ্চ অদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষ হওয়ার পর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন।

আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পরপরই ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে আনোয়ার সমর্থিত ছাত্রলীগের একাংশ।  

আরও পড়ুন>>
** 
দিয়াজ হত্যায় আসামি কারাগারে: অবরোধে অচল চবি

তাদের ওই কর্মসূচির কারণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিঘ্ন সৃষ্টি করে শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচলেও।  

বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তাহের চৌধুরী বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা না আসায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা কমিটি পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নিজের বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলেও দিয়াজের মা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাহেদা আমিন চৌধুরী তা প্রত্যাখ্যান করে আদালতে হত্যা মামলা করেন।

শুরু থেকেই দিয়াজের পরিবার ও তার অনুসারী ছাত্রলীগের কর্মীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাজের দরপত্র নিয়ে কোন্দলের সূত্র ধরে দিয়াজকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে।

পরে আদালতের নির্দেশে দ্বিতীয়বারের ময়নাতদন্তে দিয়াজকে হত্যার আলামত পান চিকিৎসকরাও।

দিয়াজের মায়ের করা মামলায় আলমগীর টিপুসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক ১০ নেতাকর্মীর সঙ্গে তৎকালীন সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকেও আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।